বিনা কারণে রোজা পরিত্যাগের শাস্তি ভয়াবহ
ঢাকা : রোজা প্রত্যেক
মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। এর প্রতিদান স্বয়ং আল্লাহ তায়ালা তার নিজ
হাতেই প্রদান করবেন। তবে রমজান মাসে যারা এই ফরজ এবাদাত থেকে দূরে থাকবেন
তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি।
যারা বিনা উযরে (কারণে) সিয়াম (রোজা) ভঙ্গ করে তাদের শাস্তি কী হবে?
এ বিষয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কয়েকটি হাদীস উল্লেখ করা হল :
আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘একদিন আমি স্বপ্নে দেখলাম যে, একটি
সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে। তাদের গলাটি ফাড়া এবং তা থেকে রক্ত ঝরছে।
আমি জিজ্ঞেস করলাম এরা কারা? বলা হল, এরা ঐসব ব্যক্তি যারা বিনা উযরে রমজান
মাসের সিয়াম ভঙ্গ করেছিল।’ (সহীহ ইবনে খুযাইমাহ)
‘যে ব্যক্তি এ মুবারক মাসেও (রমজান মাসে) আল্লাহকে রাজী করাতে পারল না সে বড়ই দুর্ভাগা।’ (ইবনে হিববান)
‘যে ব্যক্তি শরীয়তী উযর ছাড়া এ মাসে
(রমজান) একটি রোজা ছেড়ে দেবে, সে যদি এর বদলে সারা জীবনও সিয়াম পালন করে
তবু তার পাপের খেসারত হবে না।’ (বুখারী)

Dhaka
No comments